বান্দরবানে শত লিটার চোলাই মদ উদ্ধার : আটক ৩ জন

NewsDetails_01

বান্দরবান সদরের সুয়ালক এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় অংচছিং মার্মা(৩৫), অংখ্যাই মার্মা(৩০)সা থোয়াই উ মার্মা(৫৩) নামের তিন মদ ব্যবসায়িকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কাঁচা রাস্তার উপর তিন জন লোক দেশীয় তৈরী চোলাই মদ নিজেদের কাছে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে। পরে তাদের নিয়ে একই ইউনিয়নের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের বাজার মূল্য ৩০ হাজার টাকা।

NewsDetails_03

আরো জানা গেছে, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন এলাকা হতে দেশীয় তৈরি চোলাই মদ সংগ্রহ করে তা দীর্ঘ দিন যাবৎ বান্দরবান,চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ,এইচ,এম তৌহিদ কবির বলেন, মাদকের বিরুদ্ধে বান্দরবান গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন