রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসব ১৬ এ‌প্রিল

NewsDetails_01

করোনার ধাক্কা কা‌টিয়ে দুই বছর পর উচ্ছাস উদ্দীপনায় আবারো মারমাদের জল উৎসব অনু‌ষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ এ‌প্রিল পার্বত্য চট্টগ্রামে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলউৎসব রাঙামাটির কাউখালী উপ‌জেলার বেতবু‌নিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠির নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে প্রতি বা‌রের ন্যায় এবারও মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) আয়োজন করেছে এ মনোরম অনুষ্ঠানের। সহযোগিতায় থাকছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষদ ও প্রাণ গ্রুপ।

NewsDetails_03

এবা‌রের জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার এম‌পি।

বিশেষ অ‌তি‌থি থাকবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা, রাঙামা‌টি রি‌জিয়ন কমান্ডার ব্রি‌গে‌ডিয়ার জেনারেল মোহাম্মদ ইমতাজ উদ্দীন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পু‌লিশ সুপার মীর মোদ্দাছ‌ছের হো‌সেনসহ রাঙামাটির বিশিষ্টজনরা।

আয়োজক সংস্থা মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) এর সুত্রে জানা গেছে, রাঙামাটির কাউখালীতে এবার কেন্দ্রীয় ভাবে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে।

আরও পড়ুন