রা‌বিপ্রবির গুচ্ছভুক্ত সি ইউনি‌টের পরীক্ষা অনু‌ষ্ঠিত

NewsDetails_01

উৎসবমূখর প‌রি‌বে‌শে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ শ‌নিবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভ‌র্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ১ টি উপ-কেন্দ্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৮৪০ জন উপস্থিত ছি‌লেন। অনুপস্থিত ছিলেন ২৪৮ জন।

NewsDetails_03

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএস‌টি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

প্রসঙ্গত : জিএস‌টি গুচ্ছভুক্ত ২০২২ এর সি ইউনিট এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ জুন এ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষ হবে।

আরও পড়ুন