বান্দরবান শহরের সাঙ্গু নদীতে শিশুর মৃত্যু

NewsDetails_01

বান্দরবান শহরের উপর দিয়ে বয়ে চলা সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. হামিদ (৬)। সে বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড জালালাবাদ এলাকার মো. ইউসুফের ছেলে। শনিবার (২৭ মে) সকালে বান্দরবান পৌরসভার লাঙ্গীপাড়া এলাকার সাঙ্গু নদীতে এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০ টায় পাড়ার কয়েকজন শিশুর সাথে হামিদও খেলতে নদীর চরে যায় এবং এক পর্যায়ে নদীতে গোসল করতে নামে। এসময় সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

NewsDetails_03

হিলভিউ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল ইসলাম বলেন, শিশু হামিদকে হাসপাতালে আনার অন্তত একঘন্টা আগেই তার মৃত্যু হয়েছিল।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, সাঙ্গু নদীতে এক শিশু ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে জানিয়েছিল স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন