রামগড়ে বোতলজাত তেলে ওজনে কারচুপির অপরাধে জরিমানা

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে ওজনে কারচুপির অপরাধে এস আমানত কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত ব্যক্তি ভুজপুর থানার হেয়াকো এলাকার সুমন ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ মালেক হায়দার।

আজ সোমবার (২৩ মে) দুপুরে রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

NewsDetails_03

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রামগড় উপজেলা বিভিন্ন বাজারে সয়াবিন তেল ওজনে কম দিয়ে বিক্রি করা হচ্ছিল। এসময় খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।ওজনে কারচুপির অভিযোগে চট্টগ্রামের এস আমানত নামে একটি কোম্পানীর হেয়াকো ভূজপুর থানার পরিবেশক সুমন ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি মো: মালেক হায়দার (৪০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৬ নং ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোন ধরনের পণ্যে ওজনে কারচুপি করলে আরো কঠিন পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন