রুমায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার টাকা করে পেলেন ২১৫ পরিবার

NewsDetails_01

বান্দরবানের রুমায় বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ২১৫ পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা করে বহুমুখী নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এসব নগদ টাকা বিতরণ করা হয়।

NewsDetails_03

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক, ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, কক্সবাজার পোস্টাল সাব ডিভিশনের পোস্ট অফিস পরিদর্শক এস,এম সোলাইমান, বান্দরবান পোস্টাল বিভাগের পোস্টাল অপারেটর মোহাম্মদ আবুল হোসেন।

রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন রুমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংপুই বম। পরে বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্তের তালিকাভূক্ত প্রতিজনকে ৫হাজার টাকা করে ২১৫ জন দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।

আরও পড়ুন