লামায় চোলাই মদসহ যুবক আটক

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলা থেকে পাচারের সময় দেশে তৈরি চোলাই মদসহ কামাল উদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সরই ইউনিয়নের কম্বোনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামাল উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান গ্রামের বাসিন্দা হাফেজ আহমদের ছেলে।

NewsDetails_03

সূত্র জানায়,একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়া থেকে পলিথিন মোড়ানো ৯ লিটার চোলাই মদ সংগ্রহ করে বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে কামাল উদ্দিন উপজেলার কম্পোনিয়া এলাকা হয়ে উত্তর কলাউজান নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তার দেহ তল্লাশি চালিয়ে ৯লিটার চোলাই মদ উদ্ধার করেন। পরে আটককৃতকে ক্যায়াজু পাড়া পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মদসহ কামাল উদ্দিনকে আটকের সত্যতা নিশ্চিত করে ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন