লামায় সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ বুধবার (২০নভেম্বর) বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এতে সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, প্রশিক্ষক সঞ্জয় বড়ুয়া, সমন্বয়কারী সেলিমুল ইসলাম, লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশ বিশেষ অতিথি ছিলেন।

NewsDetails_03

অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমিসহ অতিথিবৃন্দ। বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ইং এর অধীনে মাস ব্যাপী বিনামুল্যের এ প্রশিক্ষণের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সাঁতার শিখুন, জীবন বাঁচান -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে গত ১৯ অক্টোবর শুরু হয়ে ২০ নভেম্বর (বুধবার) এ সাঁতার প্রশিক্ষণ শেষ হয়।

আরও পড়ুন