লামায় সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন

NewsDetails_01

বান্দরবান জেলার লামা উপজেলায় ৩ দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ৯ অক্টোবর রবিবার সকাল থেকে শুরু হয়ে বুধবার বিকেলে এ প্রশিক্ষণ শেষ হয়।

এতে লামা ও আলীকদম উপজেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক অংশ গ্রহণ করেন। লামা পৌরসভার মরহুম মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

NewsDetails_03

পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, একুশে টেলিভিশনের উপ-বার্তা প্রধান ও অনলাইন ইনচার্জ সাইফ ইসলাম দিলাল, ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সাংবাদিক জাতির দর্পণ। একজন সাংবাদিক সমাজ বিনির্মাণে অনেক অবদান রাখেন৷ শুধু ভুল ধরে নয়, দিক নির্দেশনা দিয়েও সাংবাদিকদের সমাজকে এগিয়ে নিতে হবে।

তারা আরও বলেন, পিআইবি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন প্রশিক্ষণ সাংবাদিকদের আরও শানিত করবে বলেও মন্তব্য করেন বক্তারা।

আরও পড়ুন