সারাদেশে দ্রুত পরিচিত লাভ করেছে পাহাড়বার্তা

রোয়াংছড়িতে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

NewsDetails_01

বর্ণিল আয়োজন আর বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়বার্তা’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়েছে। এ অনুষ্ঠান উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে পাহাড়বার্তা’র প্রতিনিধি সাথোয়াইঅং মারমার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিং প্রু মারমা,সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, আলোক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা,রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মো: শরিফুল ইলাম,রোয়াংছড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক উথোয়াই প্রু মারমা,রোয়াংছড়ি ইউআরসি ইন্ট্রাক্টর মুমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম,ধীরেন্ট ত্রিপুরা,মংহাইনু মারমা ও হ্লাছোহ্রী মারমাসহ আরো অনেকে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান চহাইমং মারমা বলেন,স্বল্প সময়ে পাহাড়বার্তা বস্তু নিষ্ঠর সংবাদ পরিবেশনের কারণে সারা দেশের জনপ্রিয় ও দ্রুত পরিচিত লাভ করেছে। এ সংবাদ প্রচার প্রসারের মান বজায় রেখে আগামীতে ও আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মাধ্যমে প্রতিষ্ঠানটির শ্রীবৃদ্ধির কামনা করেন।

আরও পড়ুন