৩ দিনের ছুটিতে কাপ্তাইয়ে পর্যটকদের উপচে পড়া ভীড়

NewsDetails_01

চট্টগ্রামের বাদশা মিয়া রোড হতে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালিতে বেড়াতে আসা নুহা ও সুহা বলেন, কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি দেখতে খুব সুন্দর। বিশেষ করে পট হাউস গুলো হতে কর্ণফুলি নদীর দৃশ্য দেখতে অপরুপ লাগছে।

চট্টগ্রামের মেহেদীবাগ হতে কাপ্তাইয়ে বেড়াতে আসা আতিকুল ইসলাম, বলেন, কাপ্তাইয়ে পরিবার নিয়ে আমি অনেকবার এসেছি, প্রতিবারই আমার কাছে কাপ্তাইকে নতুন মনে হয়।

চট্টগ্রামের রাউজান হতে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে বেড়াতে আসা রাকিব-সোহানা দম্পতি বলেন, কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত কাপ্তাই প্রশান্তি পার্ক দেখতে খুব ভালো লেগেছে। বিশেষ করে কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি আমাদেরকে মুগ্ধ করেছে।

তাঁরা সকলেই, টানা ৩ দিনের ছুটিতে পরিস্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য পর্যটন শহর রাঙামাটির কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন।

NewsDetails_03

গত বৃহস্পতিবার ও আজ শুক্রবার কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি, শিলছড়ি প্রশান্তি পার্ক, ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্ক, লেক প্যারাডাইস সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গিয়ে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভীড়। কোথাও কোন রিসোর্ট খালি নেই। টানা তিন দিনের ছুটিতে পর্যটন কেন্দ্র গুলো মাস খানেক আগে অগ্রিম বুকিং হয়েছে বলে জানান শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দীন ও মো: সরোয়ার।

তিনি আরোও বলেন, কর্ণফুলি নদীর তীরে নির্মিত নিসর্গ রিভার ভ্যালির পড হাউস দেখতে প্রতিদিন ভীড় করছে অসংখ্য পর্যটক। বিশেষ গত বৃহস্পতিবার ঈদ এ মিলাদুন্নবী বন্ধ এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার সহ মোট ৩ দিন বন্ধ থাকায় কাপ্তাইয়ে এখন হাজারোও পর্যটকের আগমন ঘটেছে।

বন বিভাগের উদ্যোগে নির্মিত শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান,৩ দিনের সরকারি ছুটিতে এখন আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন, পর্যটন শহর হিসেবে সারাদেশে কাপ্তাইয়ের বেশ সুনাম আছে। একদিকে পাহাড় বেষ্টিত কর্ণফুলী নদী অন্যদিকে কাপ্তাই লেক’ সব মিলেই কাপ্তাইয়ে অপরুপ রুপে সাজিয়েছে প্রকৃতি দেবী। তাই সরকারি ছুটি সহ সারাবছর কাপ্তাইয়ে পর্যটকের আনাগোনা থাকে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার হতে কাপ্তাইয়ে অসংখ্য ট্যুরিস্ট এসেছে। তাই ট্যুরিস্টদের নিরাপত্তা দিতে সবসময় পুলিশ পর্যটন কেন্দ্র গুলোর আশেপাশে টহলে আছে।

আরও পড়ুন