অ‌নি‌র্দিষ্টকালের জন্য রাঙামা‌টির সাপ্তা‌হিক হাট বাজার বন্ধ ঘোষনা

purabi burmese market

গনজমায়েত এড়াতে এবার রাঙামাটির সবধরণের সাপ্তাহিক হাট-বাজার অ‌নি‌র্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এ সিদ্ধান্ত জেলার আওতাধীন সব হাট বাজারের জন্য প্রযোজ্য হবে।

ভাইরাস করোনা ঠেকাতে মঙ্গলবার (২৪মার্চ) বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশিদ।

ডিসি বলেন,সাপ্তা‌হিক হাট বাজারে মানুষের সমা‌গম বে‌শি হয়। এতে করোনা ভাইরাসের সংক্রমনের সম্ভাবনা থাকতে পারে। তাই গনজমায়েত ঠেকাতে এমন সিন্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

ডি‌সি জানান,সরকা‌রি সিদ্ধান্ত অনুযায়ী দোকান-পাট, ফার্মেসী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও কাঁচা বাজার যথারী‌তি খোলা থাক‌বে। তবে, গনজামায়েত এড়িয়ে চলতে হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।