আলীকদমে তুচ্ছ ঘটনায় গৃহবধূর আত্মহত্যা

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় রেখা মণি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকার নিজ বাড়ী থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ।
গৃহবধূ রেপারপাড়া বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের স্ত্রী।

NewsDetails_03

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেপারপাড়া বাজার এলাকায় স্বামী স্ত্রী একটি বাড়ীতে ভাড়া থাকতেন। সোমবার সকালে পাশ্ববর্তী এক মহিলার মুরগীকে লাঠির দিয়ে আঘাতে করে মেরে ফেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এঘটনার জের ধরে গৃহবধূ রাগ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সারাদিন গৃহবধূকে ঘর থেকে বের হতে না দেখে, গৃহবধূর মাকে খবর দিলে তিনিসহ পাশ্ববর্তী বাসিন্দারা ঘরে ঢুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর লাশ দেখে থানায় খবর দেন।

গৃহবধূর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন