করোনার নমুনা সংগ্রহে এবার বান্দরবানে বসছে ৮টি বুথ

বান্দরবান পার্বত্য জেলায় করোনা উপসর্গ থাকা মানুষ যাতে দ্রুত করোনা পরীক্ষা করাতে পারে সেজন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭টি উপজেলায় বসছে করোনার নমুনা সংগ্রহের জন্য বিশেষ বুথ।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলার স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি জেলা সদর উপজেলায় ২টি, লামা উপজেলায় ১টি, থানচি উপজেলায় ১টি, রুমা উপজেলায় ১টি, রোয়াংছড়ি উপজেলায় ১টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১টি ও আলীকদম উপজেলায় ১টিসহ মোট ৮টি করোনার নমুনা সংগ্রহের বুথ বসানো হবে। বুথ গুলোতে প্রশিক্ষন প্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা করোনার নমুনা সংগ্রহ করবে।

NewsDetails_03

এই ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা পাহাড়বার্তা’কে বলেন, করোনা সংক্রামন দ্রুত বাড়ছে, ফলে সাধারণ মানুষ যাতে দ্রুত তাদের নমুনা দিতে পারে সেজন্য আগামী কয়েকদিনের মধ্যে জেলায় ৮টি বুথ বসানো হবে।

প্রসঙ্গত, এবার করোনা রোগীদের চিকিৎসার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কেনা হচ্ছে ৪০টি অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার ৭০টি, অক্সিজেন কনসেনটেইটর ২০টি, নাসাল ক্যানোলা মাস্ক ১০০টি, সার্জিকেল গ্লাভস ১৫ হাজার জোড়া, সার্জিকেল মাস্ক ১০ হাজার জোড়া, হ্যান্ড স্যানিটাইজার ৫ হাজার, এলেগ্জা ইনজেকশন ৫শ এমপল।

আরও পড়ুন