খাগড়াছড়িতে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী মো. ইউসুফ ও মো. রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ের নাকাপা থেকে অপর আসামী মো. ফয়সালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজাঘাট গ্রামের বাড়ির উঠান থেকে ধরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করাহয় ওই গৃহবধূকে।