খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ

NewsDetails_01

দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবলীগ।

আজ ৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন’র নেতৃত্বে বৃষ্টিতে ভিজে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

NewsDetails_03

পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার বিরুদ্ধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সালেহ আহম্মদ,শ্রম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী, উপ দপ্তর নুরুল আযম, সদস্য শামিম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য, সদস্য সচিব খোকন চাকমা, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, সাবেক সভাপতি টিকো চাকমা, পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন