দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ২০৩ পদাতিক ব্রিগেডের আয়োজনে ও ৪ ই বেঙ্গলের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম সোনা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপী পরিচালনা করা হয়। যার মাধ্যমে শতাধিক অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় পাহাড়ি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এ সময় দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম, আরএমও ক্যাপ্টেন মোঃ মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন কাজী আসিফ আহমেদ, সোনা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুবরাজ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
বাবুছড়া ইউনিয়নের জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।