পাহাড়ের প্রতিটা এলাকাকে বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে প্রকল্প নেওয়া হচ্ছে : বীর বাহাদুর
পাহাড়ের প্রতিটা এলাকাকে বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আর পাহাড়ের যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছানো সম্ভব হচ্ছে না সেসব এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শতভাগ বিদ্যুতায়নের লক্ষে জেলা প্রশাসন ও বান্দরবান বিদ্যুৎ বিভাগের আয়োজনে এক মতবিনিময় সভা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো:মতিউর রহমান, বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নিবার্হী প্রকৌশলী চিংহ্লা মং মার্মা,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যানরা।