বাঘাইছড়িতে ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

NewsDetails_01

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ৩১ জানুয়ারি সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে কাচালং সরকারী কলেজের অডিটোরিয়ামে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

এসময় উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার এনামুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

এক দিনের প্রশিক্ষন কর্মশালায় প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট সহ মোট ৬৫০ জন প্রশিক্ষণ নিয়েছে।

আরও পড়ুন