বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন

সভাপতি উজ্বল, সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক দিদারুল

NewsDetails_01

দীর্ঘ ৯ বছর পর উৎসবমুখর পরিবেশে বান্দরবানে অনুষ্ঠিত হল বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন। বহুল প্রতীক্ষিত এবারের নির্বাচনে কয়েকটি পদে বিনা প্রতিদ্ধন্বিতায় ইতিমধ্যে কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়ে গেলেও ৪টি পদে লড়াই করছে ১০জন প্রার্থী।

এদিকে নির্বাচন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান ক্লাবে শুরু হয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলে বিকেল ৩টা পর্যন্ত।

এবারের নির্বাচনে কমিটির ৭টি পদের মধ্যে বিনা প্রতিদ্ধন্ধিতায় ইতিপূর্বে সভাপতি পদে উজ্বল কান্তি দাশ, সিনিয়র সভাপতি পদে খোরশেদ আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক পদে টি এম নাজমুল হুদা নির্বাচিত হয়েছে।

NewsDetails_03

অন্যদিকে ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অনিল কান্তি দাশের সভাপতিত্বে পৌরসভার মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটারদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।

দীর্ঘ ৯বছর পর উৎসব মুখর পরিবেশে বান্দরবানে শান্তিপূর্ণভাবে ও সকলের সহযোগিতা নিয়ে নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করতে পারায় সন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অনিল কান্তি দাশ ও সহকারী নির্বাচন কমিশনার দিলীপ বড়ুয়া।

এসময় সহ-সভাপতি পদে গোলাপ ফুল মার্কা নিয়ে ৯৮ভোট পেয়ে জয় লাভ করেন সৈয়দ নুর, সাধারণ সম্পাদক পদে ফুটবল মার্কা নিয়ে ৯৩ ভোট পেয়ে জয়লাভ করে মো.নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে টেবিল ল্যাম্প নিয়ে ফরহাদুল ইসলাম মার্শাল আর অর্থ সম্পাদক পদে ব্যাংক মার্কা নিয়ে ১০৭ ভোট পেয়ে দিদারুল আলম জয়লাভ করেন।

প্রসঙ্গত: ২০০৩সালে বান্দরবানের ব্যবসায়ীদের কল্যাণের লক্ষ্য নিয়ে ৮০জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদ। সর্বশেষ ২০১৪ সালের ২রা মার্চ ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা সীমাবদ্ধতায় বন্ধ হয়ে থাকে বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রিবার্ষিকী নির্বাচন কার্যক্রম।

আরও পড়ুন