বান্দরবান সদর ও রুমা উপজেলায় চলছে লকডাউন

NewsDetails_01

করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলায় ৩য় দিনের মত চলছে কড়াকড়ি ভাবে লকডাউন। লকডাউন চলাকালে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্টান ও যানবাহন চলাচল।

স্থানীয় সূত্রে জানা যায়, মুদি দোকান, সবজি বাজার, মাছ বাজারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান বন্ধ থাকায় ভোগান্তীতে পড়েছে সাধারণ মানুষ । শুধুমাত্র ওষুধের দোকান খোলা রয়েছে।

NewsDetails_03

এদিকে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলা শহরের ও রুমা উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা তল্লাশী চালাচ্ছে, বিনা প্রয়োজনে মানুষকে বাসা বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রশাসন জানায়, লকডাউন চলাকালে চিকিৎসক, মানবিক সহায়তা প্রদানকৃত যানবাহন, কৃষি উপকরণ ও পন্যবাহী যানবাহন চলাচল করতে পারবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে।

আরও পড়ুন