বিলাইছড়ির কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু

রাঙামাটির বিলাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম লতা মারমা (৩২)। তিনি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি এলাকার বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিলাইছড়ির কেংড়াছড়ি এলাকায় নৌকা থেকে পড়ে হ্রদের পানিতে তলিয়ে যান লতা মারমা। খবর পেয়ে স্থানীয়রা জাল ফেলে তল্লাশি চালালে বেলা ১১টার দিকে কেরণছড়ি এলাকা থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়।

কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরন মারমা জানান, সকালে লতা মারমা নৌকায় করে বাড়ি থেকে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। এ সময় নৌকায় তাঁর ভাশুরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একটি ছেলেও ছিল। হঠাৎ কাপ্তাই হ্রদের কেরণছড়ি এলাকায় ভারসাম্য হারিয়ে লতা মারমা নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।

NewsDetails_03

তিনি আরও জানান, খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়দের ব্যবহৃত কাচকি জালে লতা মারমার অচেতন দেহ উঠে আসে। পরে তাঁকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই লতা মারমার মৃত্যু হয়েছিল। এ ঘটনার পর নিহতের স্বামী ও শ্বশুর অসুস্থ হয়ে পড়লে তাঁদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন