মুক্তিপণ দিয়ে মুক্ত বান্দরবানের ২৫ শ্রমিক

বান্দরবানের লামা উপজেলা থেকে অপহৃত ২৫ জন রাবার বাগান শ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন।

মুক্তিপ্রাপ্তরা হলেন, মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এরা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ৬ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে গত সোমবার সকালে সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় জিয়াউর রহমান পালিয়ে আসে।

NewsDetails_03

আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, অপহৃত শ্রমিকদেরকে বেশি মারধর করা হয়েছে, তাদের ১০ লক্ষ টাকা মুক্তিপন দিয়ে মুক্ত করা হয়েছে, বর্তমানে তারা কক্সবাজারের ঈদগাঁহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. আব্দুল করিম জানান, মঙ্গলবার সকালে ২৫ শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে ।

প্রসঙ্গত,এর আগে গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন