রাঙামাটিতে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

NewsDetails_01

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে অর্ক চাকমা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

গত সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্বহিরাচর এলাকায় এ ঘটনা ঘটে। অর্ক রাঙামাটি সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণির উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা গেছে,গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুর্গম সারোয়াতলী ইউনিয়নে ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এসময় অর্ক তার বাড়ির অদূরে স্বজনের বাড়ি থেকে পূর্বহিরাচর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুল বিহারী চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন