রাঙামাটি পৌর নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না। এদিন সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে।
যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো বন্ধ থাকবে। একইসাথে দুর পাল্লার যাতায়াতের সুবিধার্থে অন্যান্য দিনের মতো যানবাহনও চলবে। তবে, ১২ ফেব্রুয়ারী মধ্যরাত থেকে মোটরসাইকেল বন্ধ থাকবে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী অভ্যন্থরীন যান চলাচলে কড়াকড়ি থাকবে । রাঙামাটির সিনিয়র নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শফিকুর রহমান এসব তথ্য জানান।
তিনি আরো বলেন বলেন, ‘রাঙামাটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না। দুর পাল্লার গাড়ি চলাচল ও অফিস-আদালত যথারীতি চলবে। তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনো ভোটার থাকলে তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।’
আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় মেয়র পদে ৫ জন ও সংরক্ষিতসহ ৬০জন কাউন্সিলর প্রতিদ্বন্ধিতা করছেন।