রাঙামাটির লংগদুতে ইউপি নির্বাচনের বিশেষ সভা
রাঙামাটির লংগদু উপজেলার ৭ ইউপিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোঃ আব্দুল আউয়াল চৌধুরী, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন এবং রাজনগর বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সেলিম আলদীন, লংগদু সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. মিরাজ হায়দার চৌধূরী ও লংগদু উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাঈনুল আবেদিন প্রমূখ।
বক্তাগণ উপজেলার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে দিকনির্দেশনা প্রদান করেন।
আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপে রাঙামাটির লংগদু উপজেলার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন জেলার বাঘাইছড়ি ও জুরাছড়ি উপজেলাতেও নির্বাচন অনুষ্ঠিত হবে।