মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১৫দিন ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষন শুরু হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি শহরের মারী স্টেডিয়ামে এ প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সাবিনা ইয়াসমিন।

অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা নিরুপা দেওয়ান, যুগ্ম সম্পাদিকা বীনা প্রভাসহ মহিলা ক্রীড়া সংস্থার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত হ্যান্ডবল প্রশিক্ষন কর্মসুচিতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে।