রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বান্দরবানে বিক্ষোভ
“আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা ও সারাদেশে অব্যাহত নিপীড়ন ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
আজ ২৩ মার্চ (রবিবার) সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার আয়োজনে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে এখন সর্বত্র নিপীড়ন ও ধর্ষন বেড়ে গেছে আর তা থেকে রেহাই পাচ্ছে না আদিবাসী নারী ও শিশুরা। এসময় বক্তারা বলেন, যশোরের কেশবপুর থারার অনন্ত সাহাপাড়া আউট রি গার্লস রিচ হোস্টেলের শিক্ষার্থী বান্দরবানের থানচির বাসিন্দা রাজেরুং ত্রিপুরাকে (১৫) পরিচালক খ্রিস্টফার সরকার ও হোস্টেলের ম্যানেজার প্রদীপ সরকার জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করেছে। পরবর্তীতে খ্রিস্টফার সরকার এই ঘটনাকে ধামাচাপা দিতে বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে।

এসময় মানববন্ধনে বক্তারা, পরিকল্পিত ঘৃণ্য এই ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত অনন্ত সাহাপাড়া আউট রি গার্লস রিচ হোস্টেলের পরিচালক খ্রিস্টফার সরকার ও সকল দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান এবং মৃত রাজেরুং ত্রিপুরা ও তার পরিবারকে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
মানববন্ধন শেষে মানববন্ধনে অংশ নেয়া সকলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম ,বান্দরবান জেলা শাখার সভাপতি লাভেদ ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এর সহ সভাপতি জন ত্রিপুরা , ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম এর সাংগঠনিক সম্পাদক গুংগাজলি ত্রিপুরাসহ বিভিন্ন ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : গত ১৪মার্চ যশোরের কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশন থেকে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ, আর এই ঘটনার পর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছে ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা।