লামায় জীপগাড়ি চাপায় শিশু নিহত

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহি জীপগাড়ির ধাক্কায় তানিয়া আক্তার (৪) নামের এক শিশুর নিহত হয়েছে। লামা-ফাঁসিয়াখালী সড়কের কুমারী বাজার এলাকায় আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ রফিকের মেয়ে।

NewsDetails_03

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিশু তানিয়া তার মা বুলবুলির হাত ধরে কুমারী বাজার থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সড়ক পার হয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় চকরিয়া উপজেলা থেকে বেপরোয়া গতির লামাগামী একটি যাত্রীবাহি জীপগাড়ি ধাক্কা মারলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় শিশু তানিয়া আক্তার। ঘটনার পর ঘাতক জীপগাড়ি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন