সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
ঢাকায় বিএনপির সমাবেশে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সারাদেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।

আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাঙামাটি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একে এম মকছুদ আহমেদ এর সভাপতিত্বে ও প্রেস ক্লাব সদস্য মনছুর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, সদস্য উছিংচা রাখাইন কায়েস, রাঙামাটি জার্সালিস্ট নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী হারুনুর রশিদ, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর জব্বার সুজন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের দুর্বল ভাববেন না। সাংবাদিক সমাজ জেগে উঠলে নির্যাতনকারী, হামলাকারীরা টিকে থাকতে পারবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে তারা আরো বলেন, সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। সাংবাদিকদের রক্ত বৃথা যেতে দেব না।
এসময় রাঙামাটিতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।