কাপ্তাইয়ে এক ইয়াবা কারবারীর ৩ মাসের কারাদণ্ড

NewsDetails_01

আবারোও রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়লেন কাপ্তাই-চন্দ্রঘোনার ইয়াবার গডফাদার, মাদকসেবী নুরুল ইসলাম(৩৭)। সে চন্দ্রঘোনা কেপিএম এলাকার সাদেকের ঘোনার মৃত নুর মোহাম্মদ এর ছেলে।

গত রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এবং কাপ্তাই থানা পুলিশের একটি দল তাকে নেশাগ্রস্ত অবস্থায় ওয়াগ্গা ৪১ বিজিবি ক্যাম্প সংলগ্ন ওয়াগ্গাছড়া ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেট এবং উপকরণসহ আটক করে। তার বিরুদ্ধে কাপ্তাই চন্দ্রঘোনা এলাকায় ইয়াবা বিক্রি, ইয়াবা সেবন, বিভিন্ন জায়গায় ইয়াবাসহ মাদক দ্রব্য পরিবহন, ইভটিজিংসহ নানা অপরাধে এলাকার জনগণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাঙামাটি জেলা পুলিশ, কাপ্তাই উপজেলা প্রশাসন এবং কাপ্তাই থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেন। এর আগেও সে পুলিশের হাতে ইয়াবাসহ ধরা পড়ে দুই মাসের জেল খাটেন।

NewsDetails_03

এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে আটক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, আটককৃত আসামিকে দুপুর ১২ টায় রাঙামাটি জেলহাজতে প্রেরণ করা হয় ।

আরও পড়ুন