নাইক্ষ্যংছড়ি সীমান্তে অস্ত্র উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে একটি দেশীয় তৈরি ১টি এক নলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন, ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমেন্ডার লে: কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ।

NewsDetails_03

তিনি জানান, গত রবিবার ৫ অক্টোবর ভোর রাত সাড়ে ৩ টায় ১১ বিজিবির জোনের অধিনস্থ চাকঢালা বিওপির দায়িত্বরত নায়েক সুবেদার মোতাহার হোসেনের নেতৃত্বে একটি টহল দল বিওপি থেকে আনুমানিক ২কি:মিটার এবং সীমান্তের ৪২ পিলারের আনুমানিক ১ কি: মি: দুরত্বে বাংলাদেশ অভ্যান্তরে হামিদিয়া পাড়া নামক স্থানে ১টি এক নলা দেশীয় বন্দুক ও ১টি বল্লব উদ্ধার করা হয়।

সীমান্তের চাকঢালা বিওপি দায়িত্বরত নায়েক সুবেদার মোতাহার হোসেন জানান, নিয়মিত টহল দিতে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হামিদাপাড়া নামক স্থানে পরিতাক্ত অবস্থায় ১টি দেশীয় এক নলা বন্দুক ও ১টি বল্লব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বল্লব ও অস্ত্রটি নাইক্ষ্যংছড়ি থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন