কাপ্তাই এলপিসি কারখানা হতে ১০ হাজার পিস কাঠের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর

NewsDetails_01

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর অন্যতম শিল্প প্রতিষ্ঠান রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) ইউনিট হতে ১০ হাজার পিস কাঠের তৈরি উন্নত মানের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর।

আজ শনিবার (১১নভেম্বর) খাদ্য অধিদপ্তর হতে কাঠের ডানেজ ক্রয়ে উচ্চ পর্যায়ের ৫ সদস্য বিশিষ্ট টিম কাপ্তাই এলপিসি পরিদর্শনে আসলে দলের সঙ্গে থাকা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মো.নাসির উদ্দিন আহমেদ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো.শাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এসময় কাপ্তাই এলপিসি কারখানায় গর্জন কাঠের পাশাপাশি রাবার কাঠের ডানেজের ব্যবহার উপযোগিতা যাচাই করার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের ৫ সদস্য বিশিষ্ট উচচ পর্যায়ের টিম সরেজমিনে কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এসময় কাপ্তাই এলপিসি ইউনিট প্রধান তীর্থ জিৎ রায় খাদ্য অধিদপ্তরের টিমকে রাবার কাঠের উন্নত মানের টেকসই ডেনেজ বিষয়ে অবগত করেন।

NewsDetails_03

পর্যবেক্ষক টিম ডানেজ ক্রয়ের জন্য কারখানার নিজস্ব বাগানের রাবার কাঠের ট্রিটমেন্ট, সৃজন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং এর গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শককালে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল্লা আল-মামুন, ৫ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক খাদ্য অধিদপ্তরের পরিচালক মো.তাজল ইসলাম, সদস্য সচিব খাদ্য উপ-পরিচালক মো.জসিম উদ্দিন, সদস্য রাঙামাটি খাদ্য নিয়ন্ত্রক কানিজ নাহার বিন্দু, হালিশহর সিএসডির ব্যবস্থাপক থোয়াই প্রুু মারমা ও কাপ্তাই এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ উপস্থিত ছিলেন।

খাদ্য অধিদপ্তর পরিদর্শন টিমের আহবায়ক মো.তাজল ইসলাম বলেন, আমরা সরজমিনে পরিদর্শন করে প্রাথমিক পর্যায়ে রাবার কাঠের তৈরি ডানেজের মান ও টেকসই ভাল দেখতে পেলাম।আশাকরি এ কাঠের ডানেজ মান ভাল হবে। এসময় কাপ্তাই এলপিসি ইউনিট শাখার সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন