কাপ্তাই এলপিসি শাখা ইউনিট পরিদর্শনে বিএফআইডিসির চেয়ারম্যান

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) ও করাতকল ইউনিটের সরকারি পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে মুনাফা বৃদ্ধি করতে হবে।

আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১০টা হতে ১টা পর্যন্ত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর (বিএফআইডিসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো.নাসির উদ্দীন আহমেদ কাপ্তাই এলপিসি ইউনিট শাখা পরিদর্শন শেষে ইউনিটের প্রধান শাখা কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

NewsDetails_03

তিনি আরোও বলেন, নিজ নিজ জায়গা হতে সকলে মিলে কাজ করলে প্রতিষ্ঠানটি আরোও লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। এসময় বিএফআইডিসির মহা-ব্যবস্থাপক (রাবার) মো.ফারুক হোসনে ও চট্টগ্রাম জোনের মহা-ব্যবস্থাপক এ.এস.এম শাহাজাহান সরকার, কাপ্তাই এলপিসি শাখা ইউনিট প্রধান সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়’সহ এলপিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে পরিদর্শন শেষে ২০ লাখ টাকা ব্যয়ে এলপিসি ইউনিটের কাজের অগ্রগতির জন্য নতুন স্থাপনকৃত সিএনসি মেশিন উদ্ধোধন করেন বিএফআইডিসির চেয়ারম্যান।

আরও পড়ুন