খাগড়াছড়িতে অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর পরিবারের মাঝে অর্থ বিতরণ

NewsDetails_01

পার্বত্য অঞ্চলের বৃহত্তর সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে শান্তিচুক্তি পরবর্তী অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

আজ রবিবার (১০ এপ্রিল) অর্থ বিতরণ এ উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

NewsDetails_03

খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো. জাহিদ হাসান’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য শুভ মঙ্গল চাকমা এবং অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য রবি শংকর তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক মেজর মাসুদুর রহমান ও খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৯২ জন অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

আরও পড়ুন