থানচিতে শিক্ষক তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন

NewsDetails_01

ইউএনডিপি-সিএইছটিডিএফ প্রকল্পের আওতায় বান্দরবানের থানচি উপজেলায় ব্যাপক দূর্নীতি ও আত্মিয়করনের মাধ্যমে প্রস্তুতকৃত শিক্ষক-শিক্ষিকার তালিকা বাতিলের করে পূর্বের শিক্ষকদের বহাল রেখে পূনরায় তালিকা প্রকাশের দাবীতে বান্দরবানের থানচি উপজেলায় মানবববন্ধন করা হয়েছে।

NewsDetails_03

স্থানীয় সুশিল সমাজ,বঞ্চিত শিক্ষক শিক্ষিকার ব্যানারে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে থানচি বাজারে এই মানববন্ধন করে স্থানীয়রা। এসময় বক্তব্য রাখেন শিক্ষক জ্ঞান সুন্দর চাকমা, ইউজ ত্রিপুরা, অভিবাবক নসরাং মাস্টার ত্রিপুরা।

এসময় বক্তারা বলেন,অনতিবিলম্বে এই তালিকা বাতিল করে পূর্বের শিক্ষকদের বহাল না রাখলে উপজেলায় আন্দোলন গড়ে তোলা হবে।

YouTube video

এসময় শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন,পরে তারা স্থানীয় ইউএনও এর মাধ্যমে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রীর কাছে স্বারক লিপি প্রদান করেন।

আরও পড়ুন