নাইক্ষ্যংছড়িতে ভূমি কমিশনার জর্জ মিত্র চাকমা’র যোগদান

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জর্জ মিত্র চাকমা যোগদান করেছেন।

আজ বুধবার (২৬জানুয়ারি) নবাগত সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা নিজ কর্মস্থলে যোগদান করেন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌসের সাথে সাক্ষাত করেন।

NewsDetails_03

জানা যায়, নবাগত এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা যোগদানের পর তার নিজ কর্মস্থলে প্রথম কর্মদিবস পালন করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডার। এই কর্মকর্তা গত ২৫ জানুয়ারি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন এরপর ২৬ জানুয়ারি নবাগত এসিল্যান্ড হিসেবে জর্জ মিত্র চাকমাকে ফুল নিয়ে নেন উপজেলা নির্বাহি কর্মকর্তা বেগম সালমা ফেরদৌ।

সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা জানান, আমি ২৬ জানুয়ারি (বুধবার) আমার দায়িত্ব বুঝে নেওয়ার পর কার্যক্রম চলতেছে। সবার সহযোগিতায় আমি পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতি মুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করবেন।

উল্লেখ্য,এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন