নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আসছে মিয়ানমারের গবাদি পশু

৪টি মহিষ জব্দ

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলীক্ষং এর পাহাড় পথ দিয়ে আসছে মায়ানমারের অবৈধ গরু। এতে শঙ্কায় আছেন দেশি ব্যবসায়ীরা।

গত ৩০ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষং এলাকা থেকে ৪টি গবাদি পশু(মহিষ) জব্দ করেছে আলীক্ষং পুলিশ ফাঁড়ির টহলরত পুলিশ দল।

খোঁজ নিয়ে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলীক্ষং পাহাড়ী পথ দিয়ে প্রতিবেশী মায়ানমার থেকে অবৈধ ভাবে মহিষ প্রবেশ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে
আলীক্ষং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো, জাগির হোসেনের নেতৃত্ব একটি পুলিশ দল পাহাড়ে অভিযান চালিয়ে ৪টি মহিষ জব্দ করতে সক্ষম হয়।

NewsDetails_03

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন আলীক্ষং পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো, জাগির হোসেন।

তিনি জানান, অবৈধ ভাবে আসা গবাদি পশু গুলো চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার ব্যাপারিরা কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি দামে। এতে স্থানীয় ব্যবসায়ীরা পালিত গবাদি পশু বিক্রি করতে বেশ হিমশিম খেতে হচ্ছে এবং রীতিমত রাজস্ব হারাতে বসছে। তবে আমাদের টহলরত পুলিশ এসব অবৈধ ভাবে আসা গবাদি পশুসহ মাদকদ্রব্য অনুপ্রবেশ ঠেকাতে সর্তক অবস্থানে রয়েছেন।

এদিকে, মিয়ানমারের গরু প্রবেশ করায় স্থানীয় ব্যবসায়ীরা ভাল দাম পাচ্ছেনা-এমন হতাশার কথাই শোনাচ্ছেন ব্যবসায়ী আব্দু রশিদ। গবাদি পশু পালনের উৎসাহ দিন দিন হারিয়ে ফেলার শঙ্কায় রয়েছে বলে জানান আরেক ব্যবসায়ী মুহাম্মদ মালেক।

আরও পড়ুন