পাহাড় ধসে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

আটকা পড়েছে পর্যটক

NewsDetails_01

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পর্যটন স্পট সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে পর্যটন কেন্দ্রটিতে বেড়াতে যাওয়া প্রচুর সংখ্যক পর্যটক আটকা পড়েছেন।

এদিকে, সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনীর একটি দল।

NewsDetails_03

গত মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৫ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ (অপরাধ) বলেন, গতকাল রাতের বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কের পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।

আরও পড়ুন