বান্দরবানে অবৈধ ভাবে পাহাড় কর্তনের দায়ে একজন আটক

NewsDetails_01

বান্দরবান শহরের সেনানিবাসের বিপরীতে সাংগু নদীর পাশে সেগুন বাগিচা নামক স্থানে পাহাড়ের মাটি কেটে দালান তৈরী করছে
বান্দরবান শহরে অবৈধ ভাবে পাহাড়ের মাটি কাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে। আটককৃত শ্রমিকের নাম মো: সোলাইমান।
স্থানীয় সূত্রে জানা গেছে,বান্দরবান শহরের সেনানিবাসের বিপরীতে সাংগু নদীর পাশে সেগুন বাগিচা নামক স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার মূল হোতারা পালিয়ে গেলেও মো: সোলাইমান নামের এক শ্রমিককে আটক করা হয়।
পরে মাত্র দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জানা গেছে, শহরের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসব পাহাড়ের মাটি কেটে দালান তৈরী করছে। বর্তমানে ২০টি পরিবার যে কোন সময় পাহাড় ধ্বসের আশংকা নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দিনাতিপাত করছে বলে জানান উক্ত এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন