বিদ্যুতের আলোয় আলোকিত হল নাইক্ষ্যংছড়ির দোছড়ি

NewsDetails_01

স্বাধীনতার ৫১বছর পর বিদ্যুতের আলো পেল বান্দরবানের দুর্গম নাইক্ষংছড়ি উপজেলার দোছড়িবাসী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সংযোগ লাইনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় বাতি জ্বালিয়ে নতুন সংযোগ এর উদ্বোধন করেন মন্ত্রী।

নতুন সংযোগ লাইনের শুভ উদ্বোধন উপলক্ষে দোছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শফিউল্লার সভাপতিত্বে এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।

এসময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিন পার্বত্য জেলা বিদ্যুত উন্নয়ন প্রকল্প এর প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্বল বড়–য়া বলেন, নতুন এই সংযোগ চালু হওয়ায় নাইক্ষ্যংছড়ির দোছড়ির ২হাজার ৩শ পরিবার এই সংযোগ পাবে আর ১০কিলোমিটার এলাকাজুড়ে এই সংযোগ স্থাপন করতে ব্যয় হয়েছে সরকারের ২কোটি ৭০ লক্ষ টাকা। তিনি আরো বলেন ,বান্দরবানের সর্বত্র বিদ্যুতের লাইন সম্প্রসারণ এর কাজ চলমান রয়েছে এবং আগামীতে বান্দরবানের সর্বত্র বিদ্যুৎ সংযোগ স্থাপিত হবে।

NewsDetails_03

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বান্দরবানসহ তিন পার্বত্য জেলার কোথাও অন্ধকার থাকবে না। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সমতলেরমত পার্বত্য এলাকায়ও বিদ্যুৎ সম্প্রসারণের কাজ চলছে এবং আগামীতে পুরো পার্বত্য জেলা বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

এসময় মন্ত্রী আরো বলেন, যে সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ সহসা যাচ্ছে না সেখানে বিনামুল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে। বর্তমান আওয়ামীলীগ সাধারণ জনগণের পাশে আছে এবং আগামীতে থাকবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,তিন পার্বত্য জেলা বিদ্যুত উন্নয়নের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্বল বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জিললুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো.ইমরানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ১০কোটি ৬১লক্ষ ৫৫হাজার টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্প ও ১৫লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন