ভান্তের প্রয়াণে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এর শোক প্রকাশ

NewsDetails_01

বান্দরবানের বুদ্ধ ধাতু জাদী, রাম জাদীর কর্ণধার, খিয়ং ওয়া কিয়ং এর বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ধর্মীয় গুরু উপঞঞাজোত মহাথেরো উ চ হ্লা ভান্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

তিনি আজ সোমবার (১৩ এপ্রিল) এক শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ধর্মীয় ব্যক্তিত্ব হারালো। তিনি মানুষের জন্য ছিলেন একজন নিবেদিত প্রাণ।’

NewsDetails_03

পার্বত্যমন্ত্রী আরো বলেন ‘তিনি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে আজীবন কাজ করে গেছেন।’

দেশে বৌদ্ধ ধর্ম প্রচার ও শিক্ষার প্রসারে বৌদ্ধ ধর্মীয় গুরু উপঞঞাজোত মহাথেরো উ চ হ্লা ভান্তের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রবীণ এই ধর্মীয়গুরুর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসাবে উল্ল্যেখ করে তিনি ভান্তের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন