রুমায় দুই চাল চোরের কারাদন্ড : ২৮৭ কেজি চাল উদ্ধার

NewsDetails_01

কালো বাজারে চাল বিক্রির দায়ে বান্দরবানের রুমা উপজেলায় চালের ডিলারসহ ২
জনকে কারাদন্ড এবং ২৮৭ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রুমা উপজেলার
বাজারের শাহনেওয়াজ স্টোরে মো: শাহনেওয়াজ এর মুদির দোকানে খাদ্য অধিদপ্তরের সীলমহর কৃত ৬ বস্তা ২৮৭ কেজি খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা দরের চাউল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: শামসুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিবকে দন্ডবিধি আইনের ১৮৮ ধারা অনুযায়ী ০১ মাসের কারাদন্ড ও দোকানদার শাহনেওয়াজকে ১০ দিনের দন্ডবিধি আইনে কারাদন্ড দেওয়া হয়৷

NewsDetails_03

এই ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী বলেন, আটককৃতদের কারাগারে পাঠানোর হয়েছে৷

উল্লেখ্য যে,ডিলার শীপের মালিক রাজিব শিকদার (২৬) রুমা উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক।

আরও পড়ুন