লামায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ : নারীসহ আহত ৯

NewsDetails_01

জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুই ভাইয়ের পরিবারের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ৯ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হা য়দারনাশী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আছমাউল হুসনা (২০), হালিমা হোসেন (৪৮), শাকিবুল হাসান (১৭), আতিকুল হাসান (২৭), মো. হোসেন (৫০), রবিউল হাসান (২৮), শাহেনা বেগম (৪৮), মো. মঞ্জুর আলম (৫০) ও ফাতেমা আক্তার (২২)।

সূত্র জানায়, বসতভিটার জমি নিয়ে আপন দুই ভাই মো. মঞ্জুর আলম ও মো. হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সকাল ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে
চার নারীসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

NewsDetails_03

হামলার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. শফিউল আলম বলেন,জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর আগের অনেকবার সংঘর্ষ হয়েছে। স্থানীয়ভাবে সমাধান করতে গেলে তারা বিচার মানে না।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল ও লামা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষকে শান্ত থেকে চিকিৎসা করতে বলা হয়েছে। এ ঘটনায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন