রাঙামাটিতে করোনা আক্রান্ত বেড়ে ৫৯০ জন

NewsDetails_01

রাঙামাটিতে নতুন করে আরো ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯০ জনে। আজ শনিবার (২৫ জুলাই) জেলা সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাঃ মোস্তফা কামাল জানান, আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সিভাসু থেকে ১৪ টি রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরে ১০ জন, কাপ্তাই উপজেলায় ৩ জন ও নানিয়ারচর উপজেলায় একজন রয়েছেন।

NewsDetails_03

তিনি জানান, এ পর্যন্ত জেলার মোট ৩৯১ জন করোনায় আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। আইসোলেশনে রয়েছেন ১২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিলেন ৩৫৩৪ জন। যার মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৫০৩ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮২৯ জনের। রিপোর্ট এসেছে ২৭২১ জনের। এরমধ্যে ৫৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন