রাঙামাটিতে ভাড়া বেড়েছে অটো‌রিক্সা ও বাসে, বাড়ছে না লঞ্চে

NewsDetails_01

গনপ‌রিবহন খোলার দিনে রাঙামা‌টিতে অটো‌রিক্সা ও বাসের ভাড়া বাড়িয়েছে স্ব-স্ব মা‌লিকপক্ষ। তবে করোনার আয় রোজগারহীন সাধারন জনগ‌ণের কথা মাথায় রে‌খে আগের ভাড়া বহাল রেখেছে লঞ্চ মা‌লিক স‌মি‌তি।

শহরে সরকার নির্দেশিত স্বাস্থ্য বি‌ধি মে‌নে গতকাল শ‌নিবার থেকে অটো‌রিক্সা চলাচল শুরু হয়েছে। ৮০% হা‌রে বাড়া‌নো হ‌য়ে‌ছে ভাড়াও। তবে, সামা‌জিক দুর‌ত্ব ও স্বাস্থ্য বি‌ধির কথা মাথায় রে‌খে দুজনের বে‌শি যাত্রী নিতে পারবেনা না চালকরা। এর ব্যত্যয় ঘটলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়ার হু‌ঁশিয়া‌রি দেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ ছু‌ফি উল্লাহ।

NewsDetails_03

অন্য‌দিকে আগামীকাল সোমবার থে‌কে চলবে দুর পাল্লার বাস। মা‌লিক স‌মি‌তির সিদ্ধান্তমতে প্র‌তি সিটের মুল্য ধরা হয়েছে ২০০ টাকা হারে। ভাড়া বৃ‌দ্ধির বিষয়ে চট্টগ্রাম রাঙামা‌টি মোটর মা‌লিক স‌মি‌তির সহ সভাপ‌তি শহীদুজ্জামান মহ‌সিন রোমান জানান, সামা‌জিক দুরত্ব বজায় রাখার স্বা‌র্থে মোট সিটের অর্ধেক যাত্রী নিয়ে আসা যাওয়া করতে হবে বিধায় ভাড়া বৃ‌দ্ধি করা হয়েছে।

তবে,করোনায় আয় রোজগারহীন সাধারন জনগ‌ণের কথা মাথায় রেখে আগের ভাড়া বহাল রেখেছে লঞ্চ মা‌লিক স‌মি‌তি। সোমবার থেকে জেলার ৮টি নৌ রুটে চলাচল করবে যাত্রীবাহী লঞ্চ।

স‌মি‌তির সভাপ‌তি মঈন উ‌দ্দিন সে‌লিম জানান,করোনায় সব পক্ষই ক্ষ‌তিগ্রস্থ হয়েছে। তাই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়‌নি। আগের ভাড়াই বহাল রাখা হয়েছে। তি‌নি যাত্রী সাধারণকে স্বাস্থ্য বি‌ধি মে‌নে চলার অনুরোধ জানান।

আরও পড়ুন