লামায় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি

NewsDetails_01

‘চলো বদলে যাই, নি:স্বার্থ হই, বদলে দেই সমাজ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ‘মানবতার সেবায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন’ নামের একটি সংস্থা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা শহরের প্রেসক্লাব গলিসহ কোর্টি বির্ল্ডিং এর আশপাশ পরিস্কারের মাধ্যমে প্রথম বারের মত এ কর্মসূচী পালন করে সংগঠনের সদস্যরা।

NewsDetails_03

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচী উদ্ভোধনের পর স্বেচ্ছাসেবী যুব সংগঠনের কর্তৃপক্ষের প্রণিত নির্ধারিত শপথ বাক্য পাঠ শেষে স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন কাউন্সিলর মো. সাইফুদ্দিন। অত:পর নিদিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ার লক্ষ্যে ডাস্টবিন হিসেবে ব্যবহারের জন্য ঝুড়ি কিনে দোকানের সামনে রাখার ব্যবস্থাও করেন তিনি।
সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ সদস্যরা দৃঢ় বিশ্বাস নিয়ে এক সূরে বলেন, স্বেচ্ছাসেবী যুব সংগঠন সদস্যদের মতো সবাই নিজে থেকে নিজের আশপাশ পরিষ্কার রাখার কাজ শুরু করলে, পর্যায়ক্রমে সারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা অসম্ভব কিছু নয়।

তারা আরো বলেন, আমরা গাড়ী, বাড়ি নিজের মনে করি ও পরিষ্কার রাখি। এই সোনার বাংলাদেশটাও আমাদের সবার, অতএব দেশটাকে পরিষ্কার রাখার দায়িত্বটাও আপনার-আমার সকলের। গত ১ জানুয়ারী লামা পৌরসভা এলাকায় সংগঠনটি যাত্রা শুরু করে।

আরও পড়ুন