রাঙ্গামা‌টি শহরে অ‌গ্নিকান্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

NewsDetails_01

রাঙ্গামা‌টি শহরের এস‌পি অ‌ফিস সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি বসতঘর পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় মরহুম বাবুল সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,বেলা সাড়ে ১০টার দি‌কে বাবুল সওদাগরের ভাড়াটিয়ার রান্নাঘরের চুলা ‌থে‌কে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে অা‌শেপা‌শের ৬টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে রাঙ্গামা‌টি জেলা ফায়ার স্টেশনের এক‌টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

NewsDetails_03

এর আগেই আগুনে ৬টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার নাথ বলেন, ফায়ার সার্ভিসের এক‌টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ঘটনার পরপরই জেলা প্রশাসক এ কে মামুনুর র‌শিদ ও পৌর‌ মেয়র আকবর হোসেন চৌধুরী ঘটনাস্থল প‌রিদর্শন করেন।

আরও পড়ুন