পাহাড়ের শা‌ন্তি নির্ভর করছে চু‌ক্তি বাস্তবায়নের উপর : সন্তু লারমা

পাহাড়ের প‌রি‌স্থি‌তি এখনও অ‌স্থি‌তিশীল, বিরাজ করছে অশা‌ন্তি প‌রিবেশও। এখানে সর্বত্রই অ‌নিরাপদ জীবনযাপন লক্ষ্য করা যাচ্ছে। তাই পাহাড়ের শা‌ন্তি নির্ভর করছে চু‌ক্তি বাস্তবায়নের উপর।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাঙ্গামা‌টি পর্যটন কম‌প্লেক্স মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগ‌তি সং‌ঘের উ‌দ্যো‌গে আওয়ার লাইভ, আওয়ার হেলথ ও আওয়ার ফিউচার প্রকল্পের উ‌দ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক প‌রিষদ চেয়ারম্যান জ্যো‌তিরিন্দ্র বো‌ধি প্রিয় ওরফে সন্তু লারমা এসব কথা বলেন।

NewsDetails_03

‌তি‌নি বলেন, পাহাড়ের মানুষ ভাল নেই। সর্বত্রই আতঙ্ক আর অ‌বিশ্বাস। চু‌ক্তি বাস্তবায়ন না হওয়ার ফলে এখনও অ‌স্থি‌তিশীল। ফলে, সব ধরণের প্রকল্প কার্যত আশার মুখ দেখছে না। এখানে সবচেয়ে বে‌শি অবহেলিত নারীরা। চু‌ক্তি বাস্তবায়ন না হলে নারী অ‌ধিকার প্র‌তিষ্ঠাও ব্যাহত হবে।

অনুষ্ঠা‌নে বাংলা‌দেশ নারী প্রগ‌তি সংঘের নির্বাহী প‌রিচালক রোকেয়া কবিরের সভাপ‌তি‌ত্বে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাস্বা‌সেডর রেং‌সি তিরাইংক,চাকমা রাজা দেবাশীষ রায়,জেলা প‌রিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সি‌ভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেলা সমাজ‌সেবা কর্মকর্তা ওমর ফারুখ,বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান,নেদারল্যান্ড সিমা‌ভির প্রকল্প প‌রিচালক ঝিম‌নো ডুরান প্রমূখ।

‌তিন পার্বত্য জেলার ১০টি এন‌জিও এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন, প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীকে সহায়তা, নারী শিশুর স্বাস্থ্য‌সেবার উন্নয়ন নিয়ে কাজ করা হবে।

আরও পড়ুন