জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে প্রদীপ প্রজ্জ্বলন

NewsDetails_01

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে প্রদীপ প্রজ্বলন কর্মসুচী পালন করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭ টায় বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

NewsDetails_03

বান্দরবান জেলা ছাত্র লীগের সভাপতি কাউছার সোহাগের সভাপতিত্বে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশসহ বান্দরবান জেলা আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শোক দিবস উপলক্ষে দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরেন।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য যে অবদান রেখে গেছেন তা বাঙালি জাতি সারা জীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম বাঙালি জাতির অন্তরে গেঁথে থাকবে।

আরও পড়ুন